ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মসুলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ১৬, ২০১২
মসুলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

মসুল: ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। বোমা বিস্ফোরণে আরও ৬জন আহত হয়েছে বলেও জানায় মসুল কর্তৃপক্ষ।


 
সেনাবাহিনী সূত্র মতে, শহরের শাহবাক সম্প্রদায়ের আল গাধির ক্যাম্পের কাছে এই গাড়ি বোমা বিস্ফোরিত হয়। শাহবাক সম্প্রদায় মূলত কুর্দি বংশোদ্ভুত।
 
মসুলের জেনারেল হাসপাতালের একজন ডাক্তার জানান, নিহতদের মধ্যে শিশু এবং নারীরাও রয়েছে। কিছু আহতদের পাশ্ববর্তী এরবিল অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
নিনেভ অঞ্চলের মোট ৩৫টি গ্রামে প্রায় ত্রিশ হাজার শাহবাক সম্প্রদায়ের মানুষ বাস করেন। অনেকদিন ধরেই তারা কুর্দি অঞ্চলের আওতাভুক্ত হতে চাইছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।