ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যাপ্টেনের ভুলের জন্যই জাহাজডুবি: মালিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, জানুয়ারি ১৬, ২০১২
ক্যাপ্টেনের ভুলের জন্যই জাহাজডুবি: মালিকপক্ষ

রোম: ইতালির উপকূলে ডুবে যাওয়া প্রমোদতরীর মালিকপক্ষ দুর্ঘটনার জন্য জাহাজের ক্যাপ্টেনের ভুলকে দায়ী করেছে।

জাহাজের মালিক কোস্টা ক্রোসিয়ের শিপিং এক বিবৃতিতে জাহাজডুবির জন্য ক্যাপ্টেনকে দায়ী করে বলেন, তিনি নিয়ম বহির্ভূতভাবে উপকূলের খুব কাছে জাহাজকে নিয়ে যান।

দুর্ঘটনার সময় তিনি যথাযথ ভাবে কোম্পানির জরুরী বিধি মেনে ব্যবস্থা নেননি বলেও বিবৃতিতে অভিযোগ করে কোস্টা ক্রোসিয়ের।

জাহাজের ক্যাপ্টেন ফ্রানসেস্কো শেটিনোকে হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত ক্যাপ্টেন অভিযোগ প্রত্যাখান করে বলেন, তিনি কোন ভুল করেননি।

জাহাজটি উপকূলের যে স্থানে ডুবো পাথরের সঙ্গে ধাক্কা খায় সে স্থানটিতে কোন ডুবোপাহাড়ের অস্তিত্ব জাহাজের নটিকাল চার্টে উল্লেখ ছিল না বলে দাবি করেন ক্যাপ্টেন।

এছাড়া জাহাজ খালি হওয়ার আগেই জাহাজ পরিত্যাগের অভিযোগ প্রত্যাখান করে তিনি বলেন, তারাই ছিলেন সর্বশেষ দল যারা সবার শেষে জাহাজ ত্যাগ করে।

ধারণা করা হচ্ছে, দ্বীপের বাসিন্দাদের জাহাজটিকে ভাল করে দেখতে পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই ক্যাপ্টেন উপকূলের খুব কাছে জাহাজটিকে নিয়ে গিয়েছিলেন।

৫২ বছর বয়সী ক্যাপ্টেন ফ্রানসেস্কো জাহাজটির মালিক কোস্টা ক্রোসিয়ের কোম্পানিতে প্রায় ১১ বছর ধরে কাজ করছেন।   তিনি ডুবে যাওয়া প্রমোদ তরী কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেন পদে ২০০৬ সালে নিযুক্ত হন।

ক্যাপ্টেনের সঙ্গে জাহাজের ফার্স্ট অফিসার সিরো অ্যাম্ব্রোসিওকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।

শুক্রবার রাতে হওয়া জাহাজডুবিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬জন আরোহী নিহত হয়েছে। এছাড়া ১৫ জন আরোহীকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানায় সংবাদমাধ্যম। নিখোঁজদের খোঁজে উদ্ধারকর্মী এবং ডুবুরীরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

ইউরোপের সবচেয়ে বড় প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া এখন ইতালীয় তুসকান দ্বীপের গিগলিও শহরের উপকূল থেকে অল্প কয়েক মিটার দুরে একপাশে কাত হয়ে সমুদ্রে অর্ধেক ডুবে আছে।

কোস্টা ক্রোসিয়ের কোম্পানির মালিক কার্নিভাল গ্রুপ বলেছে জাহাজ ডুবে যাওয়ায় তাদের সম্ভাব্য ক্ষতির পরিমান প্রায় ৯ কোটি ৫০ লক্ষ ডলার হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।