ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে চুক্তি করল আজারবাইজান-রাশিয়া-আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
যুদ্ধ বন্ধে চুক্তি করল আজারবাইজান-রাশিয়া-আর্মেনিয়া ইহাম আলিয়েভ ও নিকোল পাশিনিয়ান (ডানে)

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি রাশিয়া ও আজারবাইজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। তবে সে চুক্তি তার এবং তার জনগণের জন্য বেদনাদায়ক বলেও অভিহিত করেছেন তিনি।

বিতর্কিত এলাকায় নাগোর্নো-কারাবাখ নিয়ে বেশ কিছু দিন ধরে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। আজারবাইজান কৌশলগত শহর শুশা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার পরই চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি কঠিন, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে সাক্ষর করেছি।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইহাম আলিয়েভ বলেছেন, এ চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাবো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।