ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জয়পুর সাহিত্য উৎসবে আসছেন না রুশদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জানুয়ারি ২০, ২০১২
জয়পুর সাহিত্য উৎসবে আসছেন না রুশদি

নয়াদিল্লি: ভারতের জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে যোগ দেবেন না বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক সালমান রুশদি। মুসলিম নেতাদের প্রতিবাদের প্রেক্ষিতে তিনি জয়পুর আসছেন না বলে জানিয়েছে সাহিত্য উৎসব ব্যবস্থাপকরা।


 
শুক্রবার উৎসব থেকে এক বিবৃতিতে রুশদির বরাত দিয়ে জানানো হয়, উৎসবে আসলে খুন করা হতে পারে এমন আশঙ্কার  প্রেক্ষিতে জয়পুর সাহিত্য উৎসবে আসছেন না রুশদি।

জয়পুর সাহিত্য উৎসবে রুশদির আসার কথা শোনার পরপরই কিছু মুসলিম নেতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৯৮৮ সালে লেখা ‘দ্য স্যাটানিক ভার্স’ গ্রন্থটির জন্য মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বেশ সমালোচিত রুশদি।

ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি কর্তৃক হত্যার হুমকি পাওয়ার পর থেকেই একপ্রকার পলাতক জীবন যাপন করছেন এই গুনী লেখক।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।