ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আল কায়েদার শীর্ষস্থানীয় নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ২০, ২০১২
আল কায়েদার শীর্ষস্থানীয় নেতা নিহত

ইসলামাবাদ: আল কায়েদার নেতৃত্বস্থানীয় জঙ্গি নেতা আসলাম আওয়ান মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো দুইদফা ড্রোন হামলায় এই আল কায়েদা নেতা নিহত হয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।



আসলাম আওয়ান জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক এবং তিনি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অ্যাবোটাবাদে বসবাস করতেন।
 
ওই মার্কিন কর্মকর্তা জানান, ‘আসলাম আওয়ান দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের বিরুদ্ধে কাজ করছিলেন। তার মৃত্যুর ফলে আল কায়েদা আগের মতো নীরিহ জনগণের ওপর হামলা চালাতে পারবে না। তিনি আল কায়েদার এক্সটারনাল অপারেশন শাখার সদস্য ছিলেন। ’

গত ১০ জানুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ শহরে আসলাম আওয়ান ড্রোন হামলার শিকার হন। তবে পাকিস্তান কর্তৃপক্ষ তার মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য প্রদান করেনি।

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বেশির ভাগই চালানো হয়েছে ওয়াজিরিস্তান এলাকায়। আসলাম এবং তার সঙ্গীরা সীমান্তবর্তী পাকিস্তানের এলাকাগুলোতে জঙ্গি তৎপরতা চালাতে পরিকল্পনা করেছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।