নয়াদিল্লি: আড়াইশ’ কোটি ডলারের আয়কর মামলায় মোবাইফোন সেবা দানকারী কোম্পানি ভোডাফোনের পক্ষে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতের আয়কর বিভাগের সঙ্গে কর পরিশোধ সংক্রান্ত বিবাদে জড়িয়ে পরে ব্রিটেনভিত্তিক বিশ্বের অন্যতম মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান ভোডাফোন।
অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিবাদের অবসান ঘটাল।
এই রায় ঘোষণার সময় সর্বোচ্চ আদালত উল্লেখ করে, ভারতে ভোডাফোনের বিনিয়োগ সম্পূর্ণভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিআই) আওতায় হয়েছে। এই কোম্পানির কোনো আয়কর দায় নেই।
উল্লেখ্য, ২০০৭ সালে ব্রিটেনে নিবন্ধিত ভোডাফোন ভারতে মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান হাচিসন এসারের ৬৭ শতাংশ শেয়ার কিনে নেয়। এ বাবদ হাচিসন এসারকে তারা ৫৫ হাজার কোটি রুপি দিয়েছে।
এই চুক্তির পরপরই ভারতের আয়কর বিভাগ ভোডাফোনের কাছে ক্রয়-বিক্রয়ের ওপর ২শ’ ৫০ কোটি ডলার কর দাবি করে বসে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২