ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২০১২’তে যুক্তরাষ্ট্রে সহিংস গণ-অসন্তোষের আশঙ্কা

জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, জানুয়ারি ২০, ২০১২
২০১২’তে যুক্তরাষ্ট্রে সহিংস গণ-অসন্তোষের আশঙ্কা

নিউইয়র্ক: নানা দিক থেকে আসতে থাকা ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনীতি এবং ভূ-রাজনৈতিক হুমকি যুক্তরাষ্ট্রে ২০১২ সালে সহিংস নাগরিক অসন্তোষ উসকে দিতে পারে। আমেরিকানদের কাছে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ার কারণে এই সহিংসতা রীতিমতো রক্ত ঝরাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।



বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর সাম্প্রতিক সঙ্কটাপন্ন অবস্থা, চীনা অর্থনীতির অবিশ্বাস্য স্ফীতি ও প্রায় বিস্ফোরণম্মুখ অবস্থা, ইউরোপজুড়ে ঋণ সঙ্কট এইসব কিছু এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলবে। সঙ্গে রাজনীতির গতি প্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন জনগণের মধ্যে ব্যাপক অন্তোষের সৃষ্টি করবে।

নিউইয়র্কের উন্নয়ন প্রতিষ্ঠান নিউপোর্ট ভ্যালু পার্টনারের (এলএলসি) ব্যবস্থাপনা অংশীদার চার্লস অরটেল সবচে বেশি নিরাশাজনক ভবিষ্যদ্বাণী করেছেন। তার আশঙ্কা, দিন  দিন অবনতির দিকে যাওয়া অর্থনীতি আমেরিকার রাজপথে ক্ষুব্ধ নাগরিকদের নামিয়ে আনবে। এটা শুধু বামপন্থীদের গণদাবি আদায় স্টাইলেই নয়, সশস্ত্রও হতে পারে। বিক্ষোভকারীরা হবে সংখ্যাগরিষ্ঠ ক্রুদ্ধ কণ্ঠস্বর।

তিনি বলেন, ২০১২ সালে তথাকথিত অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার ব্যর্থতা এবং ভূ-রাজনৈতিক অবস্থান ব্যাপকভাবে নাগরিক অভুত্থানের জন্ম দিতে পারে। এই উত্থান সহিংস রূপ নিতে পারে। আর আমেরিকায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় সেই দাঙ্গা এতোটাই রক্তাক্ত হতে পারে যা সম্প্রতি ইউরোপের ঘটনাকেও ছাড়িয়ে যাবে।

তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, এখনকার শান্ত নীরব সংখ্যাগরিষ্ঠ জনগণ অচীরেই ক্রুদ্ধ কন্ঠস্বরে পরিণত হবে।

স্বাভাবিকভাবেই সরকার এই বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবে। কিন্তু দৃশ্যপট মোটেও শান্তিপূর্ণ থাকবে না। এটা সহিংস রূপ নেবে বলেই বিশ্বাস, আর এটা ঘটবে বিশষে করে যুক্তরাষ্ট্রে। এই দেশে বহু মানুষ আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স পায় এবং এই বিক্ষুব্ধ মানুষেরা হয়ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সঙ্কট আরও ঘণীভূত হবে রাজনীতির চালিকা শক্তিতে পরির্তন। এখানে চিরাচরিত ডান-বামের দ্বন্দ্ব তরূণ-বয়স্কদের দ্বন্দ্বে পরিণত হতে পারে। যেখানে উন্নত দেশে বয়স্করা অবসরকালীন নিরাপত্তা পাচ্ছে আর তরুণদের ভবিষ্যৎ আরও বেশি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় তরুণদের মধ্যে ক্রোধ বাড়ছে।

এর মধ্যেই গত দুই বছরে যুক্তরাষ্ট্রের আশপাশের বিশ্বে বিক্ষোভ প্রতিবাদ দেখা গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রে এই প্রতিবাদের রূপ দেখা দেবে আরো বিস্তৃত অবয়বে যা সাম্প্রতিক ‘ওয়ালস্ট্রিট দখল করো’ আন্দোলনের চেয়েও ব্যাপক বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

জনমত জরিপকারী প্যাট ক্যাডেল সতর্ক করেছেন, নেতৃত্বের ওপর থেকে আমেরিকানরা আশঙ্কাজনক হারে আস্থা হারাচ্ছে, তারা এখন বিপ্লবপূর্ব অবস্থায় রয়েছে।

বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বিরক্ত নাগরিকদের ভোট দানে অনাগ্রহ, জীবনযাত্রার মানে অবনতি এসব যুক্তরাষ্ট্রের নাগরিকদের দৃষ্টিভঙ্গিকে কঠোর সংস্কারবাদী মনোভাবের দিকে ঢেলে দিচ্ছে।

এইসব ব্যাপারে অবশ্য মার্কিন কর্তৃপক্ষও যথেষ্ট সজাগ। জরুরি অবস্থা সামাল দিতে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঞ্চলে স্থাপিত ক্যাম্পে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য ঠিকাদার খোঁজা হচ্ছে। গত তিন বছরে দেশটির বিভিন্ন অঞ্চলে দাঙ্গার ধারবাহিকতা ঠেকানোর জন্য এইসব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা তাদেরও সতর্ক হতে বাধ্য করছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মতো যুক্তরাষ্ট্রের বড় বড় অঙ্গরাজ্যের পুলিশ বিভাগে বিশেষ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অসন্তোষ মোকাবেলার প্রস্তুতি স্বরূপ পুলিশদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।

মার্কিন সামরিক কলেজের স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটের প্রস্তুতকৃত একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ব্যাপক গণঅসন্তোষের অভিজ্ঞতা হতে পারে। ধারাবাহিক সঙ্কটের প্রতিক্রিয়া স্বরূপ এই অস্থিরতাকে তারা ‘কৌশলগত অভিঘাত’ বলে বর্ণনা করেছে।

প্রতিবেদনের লেখক লেফটেন্যান্ট কর্নেল (অব.) নাথান ফ্রেইর বলছেন, ব্যাপক বিস্তৃত অভ্যন্তরীণ গণঅসন্তোষের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নতুন করে অভ্যন্তরীণ নিরাপত্তা বা চরমপন্থা এবং জানমালের নিরাপত্তা বিধানকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেবে।

সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীও পরিকল্পিত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে গুরুত্বে সঙ্গে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।