ঝাড়খণ্ড: ভারতের ঝাড়খণ্ডে গাদোবা জেলায় শনিবার ভূমি মাইন বিস্ফোরণে ১৩ জওয়ান নিহত হয়েছে।
সেন্ট্রাল রির্জাভ পুলিশ বলেছে, তাদের জওয়ানরা একটি অভিযানে ওই পথে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ বলছে, বারিগানবা জঙ্গলের কাছে মাওবাদীরা জওয়ানদের লক্ষ্য করেই মাইনটি পুঁতে রেখেছিল।
পুলিশ আরো জানায়, এই বিস্ফোরণটি ঘটে যখন ভূমি মাইন সন্ধানী একটি যান নিয়ে পুলিশের একটি বহর সেখান দিয়ে যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২