লাগোস: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানোতে গত শুক্রবার বোমা হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেডক্রস, ত্রাণ কর্মী এবং হাসপাতাল সূত্র।
এদিকে এই ঘটনার পর সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার চব্বিশ ঘণ্টার কারফিউ চলছে শহরটিতে।
এর আগে কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বোমা হামলা ও গোলাগুলিতে এ পর্যন্ত কমপক্ষে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ এখনও ৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করছে।
গত শুক্রবার স্থানীয় পুলিশ স্টেশন এবং কেন্দ্রীয় পুলিশ হেডকোর্য়াটার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কানোর আশপাশের এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
নাইজেরিয়ার মুসলিম সশস্ত্র গ্রুপ বোকো হারাম এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে এই হামলার পর নাইজেরিয়ার একটি বিতর্কিত নাগরিক সমাজ লাগোসে ডাকা র্যালি স্থগিত করেছে।
আয়োজকরা বলছে, সরকারের দুর্নীতি এবং লাগোসে সেনাবাহিনীর উপস্থিতির বিরুদ্ধে ডাকা র্যালিতে চরমপন্থী গ্রুপগুলো সুযোগ নিতে পারে বলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২