নিউইয়র্ক: অবশেষে মুক্ত ইন্টারনেটের জয় হলো বলা যায়। যুক্তরাষ্ট্রের বিতর্কিত পাইরেসি বিরোধী বিল আপাতত স্থগিত করা হয়েছে।
বিলটি প্রতিনিধি সভায় উপস্থাপনের পর নানা দিক থেকে নজির বিহীন তীব্র আপত্তি ও সমালোচনার মুখে গত শুক্রবার বিলটি স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন সরকার।
সিনেটে ডেমোক্র্যাট নেতা হ্যারি রেইড এ ব্যাপারে বলেছেন, ‘সাম্প্রতিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিলটির ওপর অনুষ্ঠেয় ভোটাভুটি স্থগিত করা হয়েছে। ’
আগামী ২৪ জানুয়ারি এই বিলের ওপর ভোট হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে কংগ্রেসেরে প্রতিনিধি কক্ষের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান রিপাবলিকান ল্যামার স্মিথ বলেছেন, তার প্যানেল এ ধরনের আইনের ব্যাপারে উদ্যোগ নিতে বিলম্ব করবেন যতোক্ষণ না বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহিত হবে।
উল্লেখ্য, ইন্টারনেটে পাইরেসি ঠেকাতে প্রোটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) সিনেটে এবং স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) প্রতিনিধি কক্ষে উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাবিত আইনের আওতায় যুক্তরাষ্ট্রের বাইরের কোনো ওয়েবাসাইটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে।
এর প্রতিবাদে গত বুধবার উইকিপিডিয়া, গুগল, ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় পায় ৫৮টি ওয়েবসাইট ২৪ ঘণ্টার ব্ল্যাক আউট করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২