ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সালেহর অব্যাহতি বিলে ইয়েমেনি এমপিদের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জানুয়ারি ২১, ২০১২
সালেহর অব্যাহতি বিলে ইয়েমেনি এমপিদের অনুমোদন

সানা: বিক্ষোভ চলাকালীন হত্যা বা হত্যার নির্দেশ সংক্রান্ত দায় থেকে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাবিত আইনে অনুমোদন দিয়েছে ইয়েমেনের পার্লামেন্ট।

উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তরের একটি চুক্তি অনুযায়ী এই সুবিধা পাওয়ার কথা প্রেসিডেন্ট সালেহর।

এই চুক্তির আওতায় প্রেসিডেন্টের সহযোগীরাও আংশিক দায়মুক্তি পাবে।

ক্ষমতা হস্তান্তরের এই চুক্তি নিয়ে সালেহ বিরোধী বিক্ষোভকারীদের তীব্র আপত্তি সত্ত্বেও শনিবার পার্লামেন্ট এর পক্ষে অবস্থান নিয়েছে। বিরোধীরা চায় সালেহকে বিক্ষোভ চলাকালীন সহিংসতার জন্য বিচারের মখোমুখি করতে।

উপসাগরীয় দেশ ইয়েমেনে আলি আবদুল্লাহ সালেহ শাসন করছেন সেই ১৯৭৮ সাল থেকে। তবে আরব বসন্তের ধারাবাহিকতায় গত কয়েক মাসের সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় দেশটিতে কয়েকশ’ মানুষ প্রাণ হারিয়েছে।

ইয়েমেনের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করেন প্রেসিডেন্ট সালেহ এবং তার পরিবার ও তার অনুগত সশস্ত্র বাহিনী। এ কারণে সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনায় প্রেসিডেন্টকেই দায়ী করা হয়।

গণবিক্ষোভের মুখে গত নভেম্বরে প্রতিবেশী দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তরে রাজি হন সালেহ। চুক্তি অনুযায়ী তাকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে এই চুক্তির ব্যাপারে মানবাধিকার সংগঠন, জাতিসংঘ এবং প্রতিবাদকারীদের আপত্তি রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই মনে করেন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে সালেহকে পূর্ণ অব্যাহতি দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

কিন্তু ইয়েমেনের একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়া সিদ্ধ বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।