মুম্বাই: গুপ্তহত্যার শিকার হতে পারেন এই আশঙ্কায় গত শুক্রবার ভারতের জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে যোগ দেননি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। কিন্তু এখন মুম্বাই পুলিশ বলছে, রুশদিকে হত্যার জন্য গুপ্তঘাতক ভাড়া করার কোনো তথ্য তারা পায়নি।
গত শুক্রবার রুশদি এক বিবৃতিতে জানান, মহারাষ্ট্র এবং রাজস্থানের সোর্স তাকে জানিয়েছে, জয়পুরের পথে তাকে হত্যার জন্য মুম্বাই আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা গুপ্তঘাতক ভাড়া করেছে।
সেদিন তিনি জানান, নিরাপত্তার কারণে তিনি পাঁচ দিনের ওই উৎসবে যোগ দিতে পারছেন না।
এদিকে জয়পুরে মুসলিম ধর্মীয় নেতারা রুশদির বিরুদ্ধে বিক্ষোভের হুমকি দিয়েছে। তার বিতর্কিত স্যাটানিক ভার্সেস উপন্যাসকে ধর্মীয় অনুভূমিতে আঘাতকারী পুস্তক বলে তারা অভিযোগ করে।
রুশদির ওই বিবৃতি সাহিত্য উৎসবের আয়োজকরা অনুষ্ঠানস্থলে পড়ে শোনান। এর পরেই সেখানে অনেক লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করার চেষ্টা করেন। ভারত সরকার রুশদির পক্ষে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করে।
এর মধ্যে লেখক হরি কুনজ্রু এবং অমিতাভ কুমার রুশদির নিষিদ্ধ উপন্যাস স্যাটানিক ভার্সেস থেকে উদ্ধৃতি দিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে আয়োজকরা তাদের থামিয়ে দেয়।
সালমান রুশদির স্যাটানিক ভার্সেস ১৯৮৮ সালে নিষিদ্ধ হয়। এই বইটি নিয়ে সব ধর্মীয় নেতাদের মধ্যে আপত্তি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২