মস্কো: সৌর জগতে অবস্থানের দিক থেকে সুর্যের দ্বিতীয় গ্রহ শনিতে জীবন্ত বস্তুর চিহ্ন খুঁজে পেয়েছেন রুশ গবেষকরা। ১৯৮২ সালে রাশিয়ার শনি অভিযানের প্রস্তুতিমূলক জরিপের কিছু ছবি বিশ্লেষণ করে এরকম অস্তিত্ব সনাক্ত করেছেন তারা।
রাশিয়ার বিজ্ঞান বিষয়ক সাময়িকী সোলার সিস্টেম রিসার্চে এ সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
রাশিয়ার সায়েন্স একাডেমির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের লিওনিদ কেসানফোমালিতি জানান, ভেনাস-১৩ মিশনের ছবিগুলো বিশ্লেষণ করে তারা বিশেষ অবয়বের বিভিন্ন বস্তুর নড়াচড়ার ইঙ্গিত পেয়েছেন। চাকতি আকৃতি, কালো দাগ এবং বিচ্ছু আকৃতির অবয়ব তারা দেখেছেন।
তিনি বলছেন, এই অবয়বগুলো হঠাৎ ভেসে উঠছে, উঠানামা করছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। এর মানে বস্তুগুলো চলাচল করছে।
বিজ্ঞান সাময়িকীটি কেসানফোমালিতিকে উদ্ধৃত করে বলেছে, ‘শনিতে কোনো জীবিত বস্তু নেই এই তত্ত্ব নাকোচ করে সংগৃহিত ছবিগুলোর অঙ্গসংস্থানগুলো সেখানে জীবন্ত বস্তু থাকার পক্ষে জোরালো প্রমাণ তুলে ধরছে। ’
অবশ্য এ পর্যন্ত শনিতে জীবনধারণের উপযোগী কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। শনির ভূপৃষ্ঠের কোথাও ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়নি যা জীবন ধারণের জন্য অপরিহার্য।
তা সত্ত্বেও শনির অনেক বৈশিষ্ট্য পৃথিবীর মতোই। পৃথিবীর মতোই এর ভূমি কঙ্করময়। এর ভরও পৃথিবীর কাছাকাছি। এ কারণেই শনি গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২