ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফকল্যান্ড বিতর্ক: আর্জেন্টিনায় ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, জানুয়ারি ২১, ২০১২
ফকল্যান্ড বিতর্ক: আর্জেন্টিনায় ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ

বুয়েন্স আয়ারস: আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ব্রিটিশ দূতাবাসের সামনে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ হয়েছে। ফকল্যান্ড দ্বীপে ব্রিটিশ আধিপত্যের বিরোধিতা করে ব্রিটেনের সঙ্গে আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একটি দল।



স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার বামপন্থী সোশালিস্ট ওয়ার্কার্স মুভমেন্ট (এমএসটি) বিক্ষোভের আয়োজন করে। এ সময় প্রায় শতাধিক বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হয়ে ব্রিটেনের পতাকায় আগুন দেয়।

আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটেনের দ্বন্দ্ব বহু পুরনো। বর্তমানে দ্বীপটি ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার বিক্ষোভকারীরা ব্রিটিশদের দ্বীপটি ছেড়ে যাওয়ার দাবি জানিয়ে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার বহন করে। তারা বিবাদপূর্ণ এই দ্বীপটিতে ব্রিটিশ রাজ সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের আগমনের বিরোধিতা করে শ্লোগান দেয়।

প্রিন্স উইলিয়াম একজন উদ্ধারকারী হেলিকপ্টার পাইলট হিসেবে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দ্বীপটিতে আগামী মাসে যেতে পারেন।

সেই সঙ্গে আগামী এপ্রিলে ফকল্যান্ড যুদ্ধের ৩০ বছর পুর্তিকে কেন্দ্র করে আর্জেন্টিনায় ব্রিটিশ বিরোধী মনোভাব এখন তুঙ্গে।

তিরিশ বছর আগে ৮০’র দশকের প্রারম্ভে ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে ব্রিটেন এবং আর্জেন্টিনা যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্বীপটি বর্তমানে ব্রিটেনের অধিকারে থাকলেও আর্জেন্টিনা একে তার সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে। তারা দ্বীপটিকে  লাস মালভিয়ান নামে ডাকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।