ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাডার স্টেশন উড়িয়ে দিলো ফার্ক বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জানুয়ারি ২২, ২০১২
রাডার স্টেশন উড়িয়ে দিলো ফার্ক বিদ্রোহীরা

বোগোতা: কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গ্রুপের সশস্ত্র যোদ্ধারা হামলা চালিয়ে একটি রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে কলম্বিয়ায়।

স্থানীয় ভাবে প্রস্তুত ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় শতাধিক বিদ্রোহী যোদ্ধা কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় কোওকা অঞ্চলের প্রত্যন্ত পার্বত্য এলাকা সেরো সান্তানাতে অবস্থিত রাডার স্টেশনটিতে শনিবার রাতে হামলা চালায় বলে সংবাদ মাধ্যমকে জানায় কর্তৃপক্ষ।

হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়।

বিদ্রোহীরা  রাডার স্টেশনের যন্ত্রপাতি এবং অবকাঠামো বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এর ফলে কলম্বিয়ার বিস্তৃত দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলসহ প্রতিবেশী কয়েকটি দেশে বিমান চলাচল বাধাগ্রস্ত হতে পারে আশংকা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত রাডার স্টেশনটিকে সক্রিয়ভাবে চালু করতে কয়েকমাস লেগে যেতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমান চলাচল নিয়ন্ত্রনের পাশাপাশি এই রাডার স্টেশন থেকে এই অঞ্চলের অবৈধ মাদক পাচার কার্যক্রম পর্যবেক্ষন করা হতো বলে জানায় সংবাদমাধ্যম।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্ক বলে অভিহিত কলম্বিয়ার সবচেয়ে বড় বামপন্থী এই গেরিলা গ্রুপটি দেশটির সরকারের বিরুদ্ধে ১৯৬০ সাল থেকে লড়াই চালিয়ে আসছে।

তবে গত কয়েক বছরে তাদেরকে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। গ্রুপটি এ সময় বেশ কয়েক জন শীর্ষ কমান্ডারসহ কয়েক হাজার যোদ্ধা হারায়।

তবে তাদেরকে এখনও কলম্বিয়ার পশ্চাৎপদ গ্রামীন এলাকাগুলোতে সবচেয়ে শক্তিশালী পক্ষ হিসেবে বিবেচনা করা হয়। তবে এদের কেউ কেউ মাদক উৎপাদন এবং পাচারের সংগে তারা জড়িত বলে অভিযোগ করে থাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।