ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৩১ ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জানুয়ারি ২২, ২০১২

করাচি: আরব সাগরে পাক জলসীমায় প্রবেশ করায় ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। জেলেদের ব্যবহৃত ১৪টি নৌকাও জব্দ করা হয়েছে বলে রোববার জানিয়েছে পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থা (পিএমএসএ)।



এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত টহলের সময় নৌকাসহ জেলেদের আটক করা হয় গত শনিবার। পাকিস্তানের জলসীমার মধ্যে প্রায় ১১০ নটিক্যাল মাইল গভীরে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘পাকিস্তানের ইন্দো বদ্বীপ এলাকায় প্রচুর বিরল প্রজাতির মাছ ধরার লোভে ভারতের জেলেরা প্রায়ই অনুপ্রবেশের চেষ্টা করে। এতে স্থানীয়দের জীবিকায় টান পড়ে। তাছাড়া এতে পাকিস্তানের সমুদ্রসীমায় মাছের মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং বিরল প্রজাতির মাছ শিকার করার কারণে বাস্তুতন্ত্রে বিঘ্ন ঘটছে।

পিএমএসএ আটক জেলেদের পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করবে বলে জানানো হয়েছে।

অবশ্য, ভারত-পাকিস্তান প্রায়ই একে অপরের জেলেদের একই অভিযোগে আটক করে। চলতি মাসের প্রথম দিকে আটক ১৭৯ জন ভারতীয় জেলেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।