দামেস্ক: সিরিয়ার বিরোধীদের গঠিত জাতীয় পরিষদ সিরিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় পরিষদ।
সিরিয়ার জাতীয় পরিষদের (এসএনসি) একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ‘পরিষদ সিরিয়ার ঘটনাবলী নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি পেশ করবে। যাতে নিরাপত্তা পরিষদ সিরিয়ার বেসামরিক মানুষজনকে রক্ষায় এগিয়ে আসে। ’
এসএনসি’র কার্যকরী কমিটি কায়রোতে এক আলোচনায় বসেন। এই আলোচনা থেকে তারা সিরিয়ার ভবিষ্যৎ নির্মানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা করেন।
মুখপাত্র মোহাম্মদ সেরমিনি কায়রো থেকে বলেন, ‘আমরা শঙ্কা করছি আরব লীগ সঠিক রিপোর্ট পেশ করবে না। ’
এসএনসি মোট এক শত পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি করেছে বলেও জানান মোহাম্মদ সেরমিনি। আগামী সোমবার সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই রিপোর্টটি পেশ করা হতে পারে।
জাতিসংঘের এক হিসেব মতে, সিরিয়াতে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার চারশ জন মানুষ মারা গিয়েছে। সিরিয়ার অবস্থা পর্যবেক্ষণে আরব লীগের ৫০০ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল এখন সিরিয়াতে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২