ত্রিপোলি: কর্নেল মুয়াম্মার গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় ক্ষমতাসীন জাতীয় অন্তবর্তী পরিষদের (এনটিসি) উপ-প্রধান আবদেল হাফিজ গগা রোববার পদত্যাগ করেছেন।
তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় স্বার্থেই তার এই সিদ্ধান্ত।
সম্প্রতি লিবিয়াতে তার বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। গত শনিবারই কয়েকশ’ বিক্ষোভকারী তার পদত্যাগের দাবি করে বেনগাজিতে এনটিসির সদর দপ্তরে ঢুকে পড়ে।
পর্যবেক্ষকরা মনে করছে, গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় বর্তমান শাসকের বিরুদ্ধে এটাই সবচে ভয়াবহ গণরোষ।
জনগণ এনটিসির সরকারকে আরো বেশি খোলামেলা হওয়ার দাবি জানিয়ে আসছে। সেই হিসেবে এনটিসির মুখপাত্রে পরিণত হওয়া গগা ছিলেন তাদের প্রতিবাদের প্রধান লক্ষ্য।
বিক্ষোভকারীদের অভিযোগ, গগা একজন সুযোগসন্ধানী। বিদ্রোহ যখন বেশ শক্তিশালী হয়ে উঠছিল তখনই তিনি গাদ্দাফির পক্ষ ত্যাগ করে এনটিসিকে যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২