কারাকাস: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে এবং নিজে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনিজুয়েলার সম্পর্ক বন্ধুভাবাপন্ন করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
গত শুক্রবার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্যালেসে শ্যাভেজ সাংবাদিকদের বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর নির্বাচনে আমরা বিজয়ী হতে যাচ্ছি আর ওবামাও খুব সম্ভবত বিজয়ী হবেন।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাতকারে বলেন, ‘ভেনিজুয়েলার সরকারের মধ্যে এমন একটা প্রবণতা রয়েছে, তারা নিজেদের ভুলের জন্য যুক্তরাষ্ট্রকে কৈফিয়ত হিসেবে দেখায়। ’ ওবামার এই বিবৃতির প্রতিক্রিয়ায় গত শুক্রবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার ভঙ্গিতে কথা বললেন শ্যাভেজ।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্য ওবামা বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক উন্নয়ন দেখতে চান তিনি। আমি তার এই শেষোক্ত উক্তির ওপর জোর দিতে চাই। ’
শ্যাভেজ আরো বলেন, ‘খেয়াল করুন, ওবামা বলেছেন লাতিন আমেরিকার ওপর গুরুত্ব দেবেন তিনি, কিন্তু তিনি তা করেননি আর এটাই তার বড় ভুলগলোর একটি। ’
ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। ছয় বছর মেয়াদে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশা করছেন বর্তমান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
অন্য দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বরে। এই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আশা করছেন বারাক ওবামা।
উল্লেখ্য, সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দুই দেশে পরস্পরের কোনো রাষ্ট্রদূত নেই এবং সম্পর্ক স্বাভাবিক করার মতো কোনো সমঝোতায়ও তারা আজ অবধি পৌঁছতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২