ত্রিপোলি: লিবিয়ায় এবার বিদ্রোহীদের হাতে বন্দি গাদ্দাফিপন্থীদের ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। শনিবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হয়েছে।
গাদ্দাফি সমর্থক সন্দেহে আটক লিবিয়ার মিসরাতার একটি কারাগারে বন্দি ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বন্দি অবস্থায় তাদের নির্মমভাবে পেটানো হয়েছে। তারা তাদের চাবুক মেরেছে এবং বৈদ্যুতিক শক দিয়েছে।
তবে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর শহরটির নিয়ন্ত্রণকারী সামরিক কাউন্সিল এসব অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখান করেছে।
এদিকে লিবিয়ায় ক্রমবর্ধমান বন্দি নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান নাভি পিল্লাই সব কারাবন্দিকে নিজেদের হেফাজতে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিদ্রোহী যোদ্ধাদের হাতে গাদ্দাফি ধৃত ও নিহত হওয়ার তিন মাসের মাথায় বন্দি নির্যাতনের এই অভিযোগ আসতে শুরু করলো।
এদিকে কারাবন্দিদের ওপর নির্যাতনের প্রতিবাদে চলতি সপ্তাহের প্রথম দিকে সেবাদানকারী চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থা মেডিসিন সান ফ্রন্টিয়ার মিসরাতায় তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
কারাবন্দিদের পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিতরা বন্দি নির্যাতন প্রতিরোধে তাদের অসহায়ত্ব প্রকাশ করে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, অত্যাচার নির্যাতনের জন্য কারগার থেকে বন্দিদের নিয়ে যাওয়া ঠেকানোর সামর্থ্য তাদের নেই।
এদিকে জানা গেছে, বন্দি নির্যাতনের খবর অনুসন্ধান করতে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মী কারাগারের ভেতর প্রবেশ করতে সমর্থ হন। সেখানে বন্দিদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করে তিনি জানিয়েছেন, সাবেক বিদ্রোহীরা বন্দিদের কারাগার থেকে অন্যত্র নিয়ে নির্যাতন করে। এসময় বৈদ্যুতিক তারের চাবুক দিয়ে তাদের পেটানো হয় বলেও বন্দিরা তার কাছে অভিযোগ করেছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২