ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, জানুয়ারি ২৩, ২০১২
পাকিস্তানে ড্রোন হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত

ওয়াজিরিস্তান: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ড্রোন হামলায় অন্তত পাঁচ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের দেগান অঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তান কর্তৃপক্ষ।


 
গত নভেম্বর মাসে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকেই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে পাকিস্তানে নির্দেশে পাকিস্তান থেকে সকল বিমান ঘাটি সরিয়ে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এযাবৎ ওই ঘটনার পর পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ থাকলেও সম্প্রতি আবারও ড্রোন হামলা শুরু হয়েছে পাকিস্তানে।

দেগানের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যার‍া নিহত হয়েছে তারা স্বাধীন তুর্কমেনিস্তান চায় আন্দোলনের সঙ্গে যুক্ত। তাদের গাড়িতে ক্ষেপনাস্ত্র আঘাত হানলে তারা নিহত হন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, যানটি দেগান থেকে দাত্তা খেলের দিকে যাচ্ছিল। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই যানটিতে আগুন ধরে যায়। এ হামলায় নিকটবর্তী একটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মতে, উত্তর-দক্ষিণ ওয়াজিরিস্তান হলো আল কায়েদা এবং তালেবান যোদ্ধাদের অন্যতম ঘাটি। এই ঘাটি থেকেই আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামল‍া চালানো হয় বলেও যুক্তরাষ্ট্র দাবি করে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।