মস্কো: ভারতের কাছে রাশিয়া তার পরমাণু চালিত কে-১৫২ নেরপা সাবমেরিন জাহাজ হস্তান্তর করেছে। এখন থেকে ভারতীয় নৌ-বাহিনীর বহরে সংযুক্ত হলো এই সাবমেরিন।
হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরে অঞ্চলে। ওই অঞ্চলেই ভারতীয় সাবমেরিনারদের প্রশিক্ষণ দেয় রাশিয়ার সাবমেরিনাররা। ভারতীয়দের নেরপা চালাতে এই প্রশিক্ষণ কাজে দেবে বলে বার্তাসংস্থাটিতে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় মালহোত্রা, ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশন প্রধান রোমান ত্রতসেনকো, পূর্বাঞ্চলীয় সেনাবাহিনী কমান্ডার অ্যাডমিরাল কনস্তানতিন সিদেনকো এবং অন্যান্যরা।
সাবমেরিনটির সর্বোচ্চ গতি ৩০ নট। প্রায় ৬০০ মিটার নিচ দিয়ে সাবমেরিনটি চলতে পারবে। এছাড়াও টানা একশদিন ৭৩ জন ক্রু নিয়ে পানির নিচে থাকতে পারবে জাহাজটি। জাহাজটিতে অস্ত্রের মধ্যে রয়েছে মোট চারটি ৫৩৩এমএম টর্পেডো এবং চারটি ৬৫০এমএম টর্পেডো টিউব।
এই জাহাজটির মাধ্যমে ভারতীয় নৌ-বাহিনীতে মোট ছয়টি সারমেরিন সংযুক্ত হলো।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২