ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আদালত থেকে জামিন চাইলেন মেগাআপলোড প্রতিষ্ঠাতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ২৩, ২০১২
আদালত থেকে জামিন চাইলেন মেগাআপলোড প্রতিষ্ঠাতা

অকল্যান্ড: নিউজিল্যান্ডের একটি আদালত থেকে জামিন চাইলেন ইন্টারনেটের সবচেয়ে বড় ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকম।

জার্মান বংশোদ্ভুত কিম ডটকম মূলত কিম শ্মিটজ নামেই সর্বাধিক পরিচিত।

তার সঙ্গে সঙ্গে তার অন্য তিন সহকারীকেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে গ্রেপ্তার করে অকল্যান্ড পুলিশ।

ইন্টারনেট পাইরেসি এবং মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
 
বিচারক ডেভিড ম্যাকনটন বলেন, ‘তার আইনজীবীর কাছ থেকে পাওয়া জামিনের আবেদনপত্র পাওয়া গেছে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’
 
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ডটকমকে যুক্তরাষ্ট্রে বিচারের আওতায় আনতে চাচ্ছে। কিন্তু বিমান চলাচলে তার স্বাস্থ্যগত ঝুঁকি থাকার কারণে এই মুহুর্তে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তা করতে পারছে না। যুক্তরাষ্ট্রের দাবি মেগাআপলোডের কারণে ৫০ কোটি ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র।
 
ডটকম একই সঙ্গে জার্মান এবং ফিনিস পাসপোর্টধারী। তবে তিনি থাকতেন মূলত হংকং এবং নিউজিল্যান্ডে।

ডটকমের আইনজীবী পল ডেভিসন বলেন, ‘ডটকম তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।