ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে তিন ব্যাংক প্রতারক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, জানুয়ারি ২৩, ২০১২
ভারতে তিন ব্যাংক প্রতারক গ্রেফতার

হায়দ্রাবাদ: ব্যাংক থেকে অর্থ জালিয়াতির কারণে ভারতের হায়দ্রাবাদ পুলিশ রোববার তিন প্রতারককে গ্রেফতার করেছে। তাদের জালিয়াতকৃত অর্থের পরিমান এক কোটি রুপির চেয়ে কিছু বেশি।

বিভিন্ন প্রতিষ্ঠানের ভূয়া সফটওয়্যার ব্যবহার করে তারা এই জালিয়াতি করেছেন বলে জানা যায়।

দোষি তিন জনকে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূয়া সফটঅয়ার তৈরি, ভূয়া বেতন কাঠামো তৈরি, পিএএন ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সব মানুষের নামে তারা বেতনের আইডি,  পিএএন কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতো।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, এই কার্ডের মাধ্যমে তারা তিনজন বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করতো, ব্যক্তিগত ও গাড়ির জন্য লোন নিয়েছিল। এছাড়া বিশ্বের ১৮ টি দেশের বিভিন্ন ব্যাংক থেকে ও তারা একই কাজ করেছে।

আটককৃতদের কাছ থেকে দুটি গাড়ি, চৌদ্দটি বিভিন্ন ধরনের গহনা, ১৫০ টি চেক বই, ১২০ টি ভূয়া পরিচয় পত্র, ২৯ টি ব্যাংক এ্যাকাউন্ট, ১৭০ টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৭৫ টি পিএন কার্ড, ৮ টি ভোটার আইডি কার্ড, ২১০টি মোবাইল ফোন এবং নগদ তিন লক্ষ ছয় হাজার রুপি আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।