ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিল পাস হলে কখনও ফ্রান্সে যাবো না: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জানুয়ারি ২৩, ২০১২
বিল পাস হলে কখনও ফ্রান্সে যাবো না: এরদোগান

আঙ্কারা: ফ্রান্স যদি গণহত্যা বিল পাস করে তাহলে কখনই ফ্রান্সে যাবেন না বলে জানালেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান। সোমবার ফ্রান্সের সিনেটে আর্মেনিয়া গণহত্যা বিলটি ওঠার কথা রয়েছে।



সোমাবারে ফ্রান্সের সিনেটে ওঠা বিলটি নিয়ে তুরস্কের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এমন মন্তব্য করেন।
 
তবে তিনি আরও বলেন, প্রস্তাবিত এই বিলটি মুক্ত চিন্তা এবং কথা বলার অবাধ স্বাধীনতা বিরুদ্ধ। আগামী মে মাসের নির্বাচনে জেতার একপ্রকার অপকৌশল এটি।

তবে এরদোগান আশা করছেন যে, ফ্রান্সের সিনেটররা বিতর্কিত এই বিলের পক্ষে ভোট দেবেন না যাতে করে তাদের ইতিহাসে এটা একটা বিতর্কের সৃষ্টি করে।

গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের সংসদে এই বিলটি অনুমোদন পায়। কিন্তু সিনেটে বিলটি অনুমোদন পাওয়ার অপেক্ষায় ছিল এতোদিন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।