অটোয়া: বিশ্ববিখ্যাত স্মার্ট ফোন ব্লাকবেরি’র নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন(আরআইএম)’র প্রধান নির্বাহীরা তাদের পদ থেকে সরে দাড়ালেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক লাজারিদি এবং জিম বালসিই ঘোষণা করেন, তারা দুজনেই প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাড়াচ্ছেন।
মাইক লাজারিদি ১৯৮৪ সালে আরআইএম প্রতিষ্ঠা করেন। পদত্যাগ করলেও তিনি আরআইএম’র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদত্যাগ করা অপর প্রধান নির্বাহী কর্মকর্তা জিম বালসিই পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জানালেও কোন নির্বাহী দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন।
প্রতিষ্ঠানের বর্তমান চিফ অপারেটিং অফিসার থর্সটন হেইনসকে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিক ভাবে তার পদে অভিষিক্ত হবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অব্যাহত লোকসানের মুখে দীর্ঘ দিন ধরেই ব্লাকবেরির বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নীতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে স্মার্ট ফোনের বাজারে তাদের প্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান অ্যাপল এবং গুগলের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।
পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সাবেক প্রধান নির্বাহী লাজারিদি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানের পরিবর্তন প্রয়োজন এই উপলব্ধি থেকেই তিনি পদত্যাগ করেছেন।
কানাডার ওয়াটারলুতে অবস্থিত আরআইএম‘র প্রধান কার্যাল্যয়ে বসে তিনি এই ঘোষণা দেন বলে জানায় সংবাদ মাধ্যম।
নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ প্রাপ্ত থর্সটন হেইনস আরআইএম’এ ২০০৭ এ যোগ দেন। তিনি এর আগে সিমেন্স কমিউনিকেশন্সে’র সংগে যুক্ত ছিলেন।
তিনি আরআইএম এর চিফ অপারেটিং অফিসার হিসেবে ২০১১‘র আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছেন বলে সংবাদ মাধ্যমকে জানায় কর্তৃপক্ষ।
প্রধান নির্বাহীর পদের পাশাপাশি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। ২০০৭ থেকে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা বারবারা স্তিমিইস্তকে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক দুই প্রধান নির্বাহীই দায়িত্ব পালন করতেন।
বিগত কিছুদিন ধরে বিশ্বের শীর্ষ স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি মারাত্মক ব্যবসায়িক সংকটে পড়েছে।
২০১১ তে কারিগরি ত্রুটির কারণে ব্লাকবেরী বাজারে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি গুলোর কাছে নিজের অবস্থান হারিয়ে ফেলে। এ ছাড়া বর্তমানেও প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
বিগত ১১ মাস ধরে ব্লাক বেরীর বিক্রি নিয়মিত ভাবে পতন ঘটছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রায় ৭৫ শতাংশ কমে যাওয়ায় গত বছর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় কয়েক বিলিয়ন ডলার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়, যা কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটিকে এখনও সংগ্রাম করতে হচ্ছে।
প্রতিষ্ঠানের এই বাজে অবস্থার পরিপ্রেক্ষিতেই প্রধান নির্বাহীদের পদত্যাগ করতে হলো বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। কোম্পানির সংকট সামাল দিতে ব্যর্থতার কারণে তাদের পরিবর্তন অবশ্যাম্ভীই ছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২