ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জানুয়ারি ২৩, ২০১২
রাহুল গান্ধীকে জুতা নিক্ষেপ

মধ্যপ্রদেশ: ভারতের উত্তরখন্ডে নির্বাচনী জনসভায় কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর দিকে জুতো ছুড়ে মারা হয়েছে।
 
ভারতের একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, নিক্ষেপিত জুতাটি রাহুল গান্ধী থেকে মাত্র দশ মিটার দুরে গিয়ে পড়ে।

সোমবার উত্তরখন্ডের বিকাশ রাজ্যে এ ঘটনা ঘটে। জুতা নিক্ষেপকারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও গণমাধ্যমটি জানায়।

গণমাধ্যমটি আরও জানায়, যখন পুলিশ সদস্যরা এবং কংগ্রেস কর্মীরা ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করছিল, তখন রাহুল গান্ধী ওই ব্যক্তিকে না মারার জন্য আহবান জানান।

সম্প্রতি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী এই এলাকাতেই নির্বাচনী জনসংযোগ সেরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।