ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম নারী হিসেবে দিলেন একাই অ্যান্টারটিকা পাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জানুয়ারি ২৩, ২০১২
বিশ্বের প্রথম নারী হিসেবে দিলেন একাই অ্যান্টারটিকা পাড়ি!

লন্ডন : ব্রিটিশ এক নারী অভিযাত্রী বিশ্বের প্রথম নারী হিসেবে একাকী অ্যান্টারটিকা পাড়ি দেওয়ার গৌরব অর্জন করলেন। গত রোববার অ্যান্টারটিকার হারকিউলিস ইনলেটে পৌছাঁনোর মাধ্যমে ব্রিটিশ নারী অভিযাত্রী ফেলিসিটি অ্যাস্টন একাকী অ্যান্টারটিকা অতিক্রমকারী বিশ্বের প্রথম নারী হিসেবে অভিষিক্ত হলেন।



ইংল্যান্ডে অবস্থিত তার সহযোগী দলের তরফ থেকে রোববার টুইটারের মাধ্যমে এই সাফল্যের সংবাদ প্রকাশ করা হয়। অভিযান সাফল্যের সঙ্গে সমাপ্ত করার জন্য তাকে অভিনন্দন জানিয়ে টুইটারে বলা হয় তিনি হলেন বিশ্বের প্রথম নারী যিনি একাকী অ্যান্টারটিকা পাড়ি দিতে সক্ষম হলেন।

দুঃসাহসী এই ব্রিটিশ নারী অভিযাত্রী ৩৩ বছর বয়সী ফেলিসিটি অ্যাস্টন অন্য কারও সাহায্য ছাড়া, শুধু নিজের দৈহিক শক্তির ওপর ভর করে একাকী স্কি করে পৃথিবীর সবচেয়ে দুর্গম জনমানবহীন বিরান মহাদেশ অ্যান্টারটিকা অতিক্রম করেন।

এই দীর্ঘ যাত্রায় মহাদেশ পরিক্রমনের পথে তিনি পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক ১ হাজার ৭৪৪ কিলোমিটার পথ অতিক্রম করেন।

অ্যান্টারটিকার লেভেরেট গ্লেসিয়ার থেকে শুরু হওয়া এই সফর শেষ করতে অ্যাস্টনের ৫৯ দিন সময় লাগে বলে জানায় একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

এই অভিযাত্রীর একজন প্রতিনিধি জানান রোববার অ্যাস্টন তার অভিযান শেষ করেন। শেষ গন্তব্যস্থল হারকিউলিস ইনলেটে পৌঁছানোর মাধ্যমে তার যাত্রা শেষ হয় বলে জানান তিনি।

আবহাওয়া ভাল থাকলে সেখান থেকে তিনি অ্যান্টারটিকার ইউনিয়ন গ্লেসিয়ারে উড়ে যাবেন, জানান তার এক  সহযোগী। সেখান থেকে তিনি নিকটবর্তী দেশ দক্ষিণ আমেরিকান রাষ্ট্র চিলিতে ফেরত আসবেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ফেলিসিটি অ্যাস্টন যুক্তরাজ্যে ফেরত আসতে পারেন বলে আশা প্রকাশ করছেন তার শুভাকাঙ্ক্ষিরা।

বাংলাদেশ সময় : ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।