ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইইউতে যোগদানের পক্ষে ভোট দিলো ক্রোয়েশিয়ানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, জানুয়ারি ২৩, ২০১২
ইইউতে যোগদানের পক্ষে ভোট দিলো ক্রোয়েশিয়ানরা

জাগরেব: ক্রোয়েশিয়ার নাগরিকরা ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের পক্ষে ভোট দিয়েছে। ইইউতে যোগদানের পক্ষে বিপুল সর্মথন ব্যক্ত করে ভোট প্রদানের মাধ্যমে দেশটি তার রাজনৈতিক ইতিহাসের অন্যতম যুগান্তকরী পটভুমিতে প্রবেশ করলো।



২০ বছর আগে ক্রোয়েশিয়া সাবেক বলকান সোশালিস্ট রাষ্ট্র যুগোস্লাভিয়ার অধীনতা থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশ করে। সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে মোট ছয়টি স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হয়।

প্রাথমিকভাবে গৃহীত ভোটের ৩৮ শতাংশের গণনা শেষ হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে ইইউ‘র সঙ্গে একীভূত হওয়ার পক্ষে প্রায় ৬৭ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

ইউরোপের আঞ্চলিক এই সংস্থাটিতে ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলে দেশটি হবে সংস্থাটির ২৮তম সদস্য রাষ্ট্র।

এর ফলে ২০১৩ সালের মধ্যে ক্রোয়েশিয়ার আনুষ্ঠানিকভাবে ইইউ’র সদস্যপদ প্রাপ্তির পথে এগিয়ে গেলো।

ভোট দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ইভো জোসিপোভিক বলেন ‘ আজকের দিনটি ক্রোয়েশিয়ার জন্য বিশাল অর্জনের দিন এবং আগামী ২০১৩ সাল হতে যাচ্ছে ক্রোয়েশিয়ার  ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়। আমরা সমগ্র ইউরোপকে আমাদের নিজের দেশ হিসেবে পেতে যাচ্ছি। ’

ইউরোজোনে যোগ দিতে যাওয়ার সিদ্ধান্তটির পক্ষে দেশের সবগুলো বিবদমান রাজনৈতিক দল সমর্থন প্রকাশ করে বলে জানায় সংবাদ মাধ্যম।

সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়া মোট ছয়টি রাষ্ট্রের মধ্যে একমাত্র স্লোভেনিয়াই ইইউ’র পূর্ সদস্য। সার্বিয়া, মন্টেনেগ্রো, মেসেডোনিয়া এবং বসনিয়া এখনও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদ লাভ করতে পারেনি। যদিও দেশগুলো সংস্থাটির সদস্যপদ লাভে ব্যাপকভাবে আগ্রহী।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।