ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার একটি শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে গাদ্দাফি সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, জানুয়ারি ২৪, ২০১২
লিবিয়ার একটি শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে গাদ্দাফি সমর্থকরা

ত্রিপোলি: লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত নেতা গাদ্দাফির সমর্থকরা গত সোমবার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। বর্তমান জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এসটিসি) চালিত দূর্বল প্রশাসনকে উপেক্ষা করে তারা সবুজ পতাকা উড়িয়েছে বলে জানা গেছে।



গাদ্দাফির সমর্থকরা বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত হয়ে ছত্রভঙ হয়ে পড়েছিল। তারাই এখন সরকারের দূর্বলতার সুযোগে সংগঠিত হয়ে মাথাচাড়া দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এনটিসির একজন সেনা জানিয়েছেন, বনি ওয়ালিদের কাছাকাছি এবং ত্রিপোলি থেকে ২০০ কিলোমিটার দূরে ওই শহরে অবস্থিত তাদের সেনা ছাউনিতে গাদ্দাফির সশস্ত্র সমর্থকরা হামলা করে। তারা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে শহরজুড়ে টহল দিচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুযারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।