ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া গাড়ি বোমা বিস্ফারণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জানুয়ারি ২৪, ২০১২
বাগদাদে জোড়া গাড়ি বোমা বিস্ফারণে নিহত ১০

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের একটি শিয়া অধ্যুষিত এলাকায় দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দশ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এ বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাগদাদ পুলিশ কর্তৃপক্ষ।


 
প্রথম বোমাটি বিস্ফোরিত হয় সদর এলাকায় রাস্তার পাশে কাজের অপেক্ষায় দাড়িয়ে থাকা শ্রমিকদের পাশে। পরবর্তী বিস্ফোরণটি হয় নিকটবর্তী আরেকটি গাড়িতে।

বোমা হামলার জন্য কারা দায়ি বা কেউ এই হামলার দায়িত্ব নিয়েছে কিনা তা স্পষ্ট করে বলতে পারেনি বাগদাদ পুলিশ কর্তৃপক্ষ।

ইরাকে সম্প্রতি রাজনৈতিক কোন্দালের জের ধরে শিয়া ধর্মাবলম্বীদের লক্ষ্য করে বেশ কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটেছে। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি ইরাক থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর থেকেই একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।

এর আগে ২০০৬-২০০৭ সালে ইরাকে জাতিগত দাঙ্গায় অনেক মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।