ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বর্তমান আইএসআই(ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স) প্রধান জেনারেল আহমেদ সুজা পাশা। মোশারফের সঙ্গে সুজা দুবাইয়ের এই গোপন বৈঠক করেছেন বলে সোমবার রিপোর্ট প্রকাশ করে পাকিস্তানভিত্তিক শক্তিশালী পত্রিকা ডন।
পত্রিকাটির রিপোর্টে আরও বলা হয়, জেনারেল পাশা সাবেক এই প্রেসিডেন্টের খুবই ঘণিষ্ঠ জন। দুবাইয়ে মোশারফের সঙ্গে দেখা করে তিনি তাকে দেশে এই মুহূর্তে না আসার জন্য বলেন।
পাকিস্তানের সিনেট সোমবার সাবেক এই সেনাশাসক পারভেজ মোশারফকে গ্রেপ্তারের ব্যাপারে নীতিগত সিদ্দান্ত নেয়। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ ব্যাপারে তার দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, পারভেজ মোশারফ দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।
সূত্র জানায়, পাশা মোশারফকে কড়াকড়ি ভাবেই এই মুহূর্তে দেশে না ফেরার জন্য উপদেশ দেন।
ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না কোথায় কিভাবে এবং কার নির্দেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির নির্দেশনায় নাকি পাশা তার ব্যক্তিগত উদ্যোগে এই আলোচনা করেছেন তা নিশ্চিত নয়। তবে সূত্র যদিও বলছে যে তাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা সভা হয়েছে।
২০০৮ সালে পারভেজ মোশারফ ক্ষমতায় থাকাকালীন সময়ে সুজা ছিলেন সেনাবাহিনীর ডিজি(ডিরেক্টর জেনারেল)। পরবর্তীতে জেনারেল কায়ানি সেনাবাহিনী প্রধান হলে তাকে পদোন্নতি দিয়ে আইএসআই প্রধান বানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২