মাদ্রিদ: ক্যান্সারে আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আর মাত্র নয় মাস থেকে এক বছর বাঁচবেন। শ্যাভেজের চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা তার বেঁচে থাকার এই সময়সীমা টেনে দিয়েছেন।
স্পেনভিত্তিক একটি ডেইলি পত্রিকায় বলা হয়, শ্যাভেজের ডাক্তাররা তাকে উচ্চ মাত্রার ব্যাথা নাশক ঔষধ দিয়ে রেখেছেন।
চলতি মাসের ১৩ তারিখ শ্যাভেজ দেশের সংসদ অধিবেশনে টানা ১১ ঘণ্টাব্যাপী দীর্ঘ ভাষণ দেন।
পত্রিকাটির সংবাদ মতে, শ্যাভেজ আর বেশি চিকিৎসা নিতে চাচ্ছেন না বলে তার ডাক্তারদের বলে দিয়েছেন। কারণ এর ফলে তিনি জনগণ থেকে দুরে চলে যাচ্ছেন বলে মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২