ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো কসোভো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো কসোভো ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে কসোভো। একইসঙ্গে জেরুজালেমে ইউরোপের দেশটি দূতাবাস খুলবে বলে জানিয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরার।

নানা পটপরিবর্তন এবং লুকোচুরির মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান সম্পর্ক স্বাভাবিক করেছে। কসোভোও এবার সে দলে যোগ দিল।  

খবরে বলা হয়, কসোভো এবং ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। একইসঙ্গে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি ও কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা জুম মিটিংয়ে সম্পর্ক স্থাপনের বিষয়ে এক যৌথ ঘোষণাপত্রে সই করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি বলেন, তিনি জেরুজালেমে কসোভোর দূতাবাস খোলার আনুষ্ঠানিক আবেদন গ্রহণ করেছেন।

ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে দূরত্ব রেখে চলে। কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বেশ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।