ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের ফেস-অ্যাপ নিরাপত্তার জন্য চরম হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
চীনের ফেস-অ্যাপ নিরাপত্তার জন্য চরম হুমকি

চীনা ফেস-অ্যাপ ব্যবহারের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। বলা হয়েছে, এই অ্যাপ আর্থিক জালিয়াতির জন্য ব্যবহার করা হতে পারে অথবা চীনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যক্তিগত ফাইল তৈরি করতে পারে।

কুয়ান নামের এই অ্যাপটি তাইওয়ানের তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই অ্যাপ দিয়ে সেলিব্রিটিদের মুখের ওপর যে কারো মুখ বসিয়ে নকল ভিডিও তৈরি করা যায়।  

অ্যাপটি তৈরি করেছে শেনঝেন জিনগুডু ইন্টেলিজেন্স কোম্পানি, যা নেক্সগো নামেও পরিচিত, যা বায়োমেট্রিক সেবাসহ ইলেকট্রনিক পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে।

অ্যাপটির বিষয়ে একটি তদন্ত পরিচালনার পর একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটি গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেহেতু এটি ব্যবহারের জন্য চেহারা ও ই-মেইল ভেরিফিকেশন প্রয়োজন হয়। তাইপেই টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।  

অ্যাপটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা দিতে হয় এবং চশমা বা অন্য কিছু না পরে মুখের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হয়।

তারা জানায়, প্রতিষ্ঠানটি পেমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারের জন্য কুয়ানের মাধ্যমে সংগৃহীত তথ্য বিক্রি করতে পারে, যার ফলে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অর্থ প্রদান করা যাবে।

তারা আরও জানায়, ই-মেইল নিশ্চিতকরণের মাধ্যমে অ্যাপটি অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় যা বায়োমেট্রিক ডেটার সাথে মিলে অর্থ প্রদান বা আর্থিক তথ্য সংগ্রহ করতে পারে।

তাইপেই টাইমসের মতে, ব্যবহারকারীদের ফাইল তৈরি করতে চীনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই তথ্য পাঠানো হচ্ছে বলেও তারা অস্বীকার করেনি।

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশের তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি কানাডার গোয়েন্দা প্রধান ডেভিড ভিগনিউল্ট কানাডিয়ানদের সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সুবিধা রদ করার জন্য বিদেশি সরকারগুলো তাদের আক্রমণাত্মকভাবে নিশানা করছে।

এদিকে তাইওয়ান ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির আইনপ্রণেতা কুও কুও-ওয়েন নিরাপত্তার ঝুঁকি বহনকারী চীনা অ্যাপস নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

নির্বাহী ইউয়ান মহাসচিব লি মেং-ইয়েন বলেন, সরকারি সংস্থাগুলোতো ইতোমধ্যে চীনে তৈরি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।