ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান খানকে আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইমরান খানকে আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উড়োজাহাজকে ভারতীয় আকাশসীমায় ঢোকার অনুমতি দিয়েছে নয়াদিল্লি। দু'দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কা যাওয়ার পথে ইমরানকে ভারতীয় আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।  

দু'দেশের মধ্যে ‘তিক্ত’ সম্পর্কের মধ্যে নয়া দিল্লির এ পদক্ষেপ ভিন্ন মাত্রা যোগ করলো বলে মনে করা হচ্ছে।  

ভারত তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিলে ইমরান খানকে বাধ্য হয়ে শ্রীলঙ্কার বিমানে করে সে দেশে যেতে হতো।

এর আগে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান।  

ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসার পর এটাই তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি আফগানিস্তান সফরে গিয়েছিলেন।  

জানা যায়, দুই দিনের সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইমরান খানের। বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা ও পর্যটন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ভারতের সঙ্গে দ্বন্দ্ব এড়াতে সে দেশের পার্লামেন্টে ইমরানের ভাষণ বাতিল করেছে শ্রীলঙ্কা। ‘কলম্বো গেজেট’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয়, সেই কারণে কোনও ঝুঁকি নিতে চায়নি কলম্বো। আর তাই পার্লামেন্টে ইমরানের ভাষণ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ