ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের হামলার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
ফের হামলার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে আবারও হামলা হওয়ার আশঙ্কায় কংগ্রেসের অধিবেশন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

বিবিসি জানায়, আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, বৃহস্পতিবার (৪ মার্চ) ক্যাপিটল হিলে আবারও হামলা হতে পারে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা চালায়। ওই সময় সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন প্রাণ হারান। সেদিনের মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য কংগ্রেসের অধিবেশন নিয়ে আগাম পরিকল্পনায় বদল করতে হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন হোমল্যান্ডে সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মেলিসা স্মিসলোভা বলেছেন, উগ্রপন্থিরা ৪ মার্চ ও ৬ মার্চ হামলার চালানোর বিষয়ে আলোচনা করেছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।