ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের টিকা নিয়ে হংকংয়ে অসুস্থ আরো ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
চীনের টিকা নিয়ে হংকংয়ে অসুস্থ আরো ৪

চীনের তৈরি করোনা টিকা ‘সিনোভ্যাক’ নিয়ে হংকংয়ে আরো চারজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের দু'জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিতে হয়েছে। সম্প্রতি তারা এ টিকা নিয়েছিলেন।

এর অর্থ গত এক সপ্তাহের মধ্যে সিনোভ্যাক টিকা নিয়ে মোট ১৫ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।  

শনিবার (০৬ মার্চ) পর্যন্ত ৮৩ হাজার ৪০০ মানুষকে সিনোভ্যাক টিকা দেওয়া হয়েছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আইসিইউতে চিকিৎসা নেওয়া ওই দুই ব্যক্তির অন্তর্নিহিত রোগ ছিল। ফলে টিকা গ্রহণের পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

সিনোভ্যাক ভ্যাকসিনটি চীনা ওষুধ প্রস্তুতকারক কম্পানি সিনোভ্যাক বায়োটেক প্রস্তুত করেছে। তারা জানিয়েছে, কভিড -১৯ প্রতিরোধে সিনোভ্যাকের টিকা ৫০.৪ শতাংশ কার্যকর।

বিশেষজ্ঞরা এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।