ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গান্দেরবালে মাদক সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
গান্দেরবালে মাদক সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

জম্মু-কাশ্মীরের গান্দেরবালে মাদকাসক্তি নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্দেরবাল জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি) শাফকত ইকবাল আজ।

মেডিক্যাল এইড ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাজে মাদক দ্রব্যের প্রবণতা এবং ব্যক্তির সমাজ ও স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই এ অনুষ্ঠান করা হয়।  

অনুষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে ডিডিসি বলেন, মাদক প্রথমে বিনোদন হিসেবে শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত এটি আসক্তিতে পরিণত হয়। তরুণ প্রজন্মই মাদকের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

তিনি বলেন, এই হুমকিকে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা প্রয়োজন এবং এ ব্যাপারে তিনি সকল স্টেকহোল্ডারদের কাছ থেকে সহযোগিতা চান।  

জেলায় এ ধরনের কর্মসূচি আয়োজনে জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাসহ ছাত্র এবং প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।