ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কমলার বাসভবনের বাইরে সশস্ত্র যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কমলার বাসভবনের বাইরে সশস্ত্র যুবক গ্রেফতার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে সশস্ত্র এক যুবককে গ্রেফতার করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ।

সিএনএন জানায়, বুধবার (১৭ মার্চ) ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানায়, টেক্সাস গোয়েন্দা বিভাগের তথ্য সূত্রে বুধবার দুপুর ১২টা ১২ মিনিটের দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউ থেকে সন্দেহজনক এক যুবককে আটক করা হয়। পল মারে নামের ৩১ বছর বয়সী ওই যুবকের গাড়ি থেকে একটি বন্দুক এবং গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানায়, পল মারের কাছে এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় বন্দুক, অনিবন্ধিত ১১৩ রাউন্ড গুলি এবং পাঁচটি ৩০ রাউন্ড ম্যাগাজিন পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।