ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে ভিয়েতনাম 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে ভিয়েতনাম 

ভারতের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছে ভিয়েতনাম। দেশটির ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই এ ধরনের আহ্বান জানানো হয়েছে।

 
 
সম্প্রতি একটি অনলাইন সম্মেলনে ভিয়েতনামে ব্যবসার সম্ভাবনা খুঁজে নিতে ভারতীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়।  

ওই অনলাইন সম্মেলনে দুই দেশের নেতারা অংশ নেন।  

ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উল্লেখ করেন, গত বছর পর্যন্ত ভিয়েতনামে ভারতের ২৯৪টি প্রকল্প ছিল। ৮৯৮ মিলিয়ন মার্কিন ডলারের ওইসব প্রকল্প জ্বালানি, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, কফি, চিনি এবং চা উৎপাদনের জন্য।  

একই সময়ে ভিয়েতনামীরা ভারতে ফার্মাসিউটিক্যালস, আইটি, রাসায়নিক এবং নির্মাণ উপকরণ খাতে প্রায় ২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

তিনি বলেন, এই পরিসংখ্যান আরও বাড়ানো উচিত। ভিয়েতনামের দক্ষিণ-মধ্য প্রদেশ খানহ হার প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতীয় পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে।

ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত পিএইচডব্লিউএম সানহ চাউ ব্যবসা দুই দেশের মধ্যে আরো ব্যবসা অনুসন্ধানের ওপর জোর দেন।  

ওই আলোচনায় ভারতের পর্যটন খাত এবং পর্যটন সহযোগিতার সুযোগও অন্বেষণ করা হয়। সূত্র: দ্যা স্টার

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।