ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানও ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
পাকিস্তানও ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়

পাকিস্তানের জনগণও ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার জবাবে তিনি এ কথা বলেন।

 

পাকিস্তান দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে গত ২৩ মার্চ ইমরান খানকে চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদী।

মোদী চিঠিতে লেখেন, একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় ভারত। এই বিশ্বাসের পরিবেশের জন্য সন্ত্রাস এবং শত্রুতামুক্ত সম্পর্ক অপরিহার্য।

মোদীকে ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, পাকিস্তানের জনগণও ভারতসহ সকল প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ, সহযোগিতামূলক সম্পর্ক চায়। আমরা নিশ্চিত, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সকল সমস্যা সমাধানের প্রয়োজন, বিশেষ করে জম্মু ও কাশ্মীর বিরোধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগণের জন্য শুভেচ্ছা জানান।  

লাহোর রেজ্যুলেশন উপলক্ষে প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তান দিবস পালিত হয়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।