ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ের এক অ্যাকটিভিস্টকে ফাঁসানোর চেষ্টা করছে চীন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
হংকংয়ের এক অ্যাকটিভিস্টকে ফাঁসানোর চেষ্টা করছে চীন 

হংকংয়ের অ্যাকটিভিস্ট অ্যান্ডি লিকে কারাগারে বন্দি করে চীন সরকার একটি উদাহরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তার বন্ধু এবং দাসত্ব বিরোধী কর্মী লুক ডি পুলফোর্ড।  

অ্যান্ডি লি গত বছর একটি স্পিডবোটে করে চীন থেকে তাইওয়ানের পালানোর চেষ্টা করেন।

চীনা পুলিশ তাকে আটক করে এবং হংকংয়ের নতুন দমনমূলক নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত করে।

হংকংয়ের এই অ্যাকটিভিস্টের বিরুদ্ধে বিদেশে লবিং করা, ষড়যন্ত্র করা এবং লাইসেন্স ছাড়াই গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়।  

ডি পুলফোর্ড স্কাই নিউজকে বলেন, তার বন্ধু তার চেয়ে অনেক বেশি সমস্যায় পড়েছে। চীনা সরকার তার মামলাটি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা বিশ্বাস করে যে এই লোকটি বিপজ্জনক।  

হংকং কর্তৃপক্ষ এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এই চর্মসার কম্পিউটার বিজ্ঞানী বিপজ্জনক অপরাধী। রাষ্ট্র অ্যান্ডিকে অত্যন্ত গুরুতর শাস্তি দেওয়ার চেষ্টা করছে। সবকিছু দেখে মনে হচ্ছে, তারা অ্যান্ডিকে শাস্তি দেওয়ার মাধ্যমে একটি উদাহরণ তৈরি করতে চায়।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।