ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, মে ৭, ২০২৫
পাকিস্তানে ভারতের হামলায় চীনের উদ্বেগ

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরসহ দেশটির বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, ‘চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ’

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়—এরা চীনেরও প্রতিবেশী। চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে।

ভারত-পাকিস্তান দু’পক্ষকেই ‘শান্তি ও স্থিতিশীলতাকে’ গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে চীন।

চীনের ওই মুখপাত্র আরও বলেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ভারত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

দিল্লি বলেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ হামলা চালিয়েছে। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, অন্তত আটজন নিহত হয়েছেন। সেই সঙ্গে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

হামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে বলেন, ভারত যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে বেসামরিক এলাকা— কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো নয়।  

অন্যদিকে ভারতশাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ‘উপযুক্ত সময় ও স্থান বেছে নিয়ে’ এই হামলার জবাব দেওয়া হবে।

এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।