ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘাটতি মেটাতে বিদেশি প্রতিষেধকের অনুমোদন দিতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
ঘাটতি মেটাতে বিদেশি প্রতিষেধকের অনুমোদন দিতে যাচ্ছে ভারত ...

ঢাকা: ঘাটতি মেটাতে বিদেশি সমস্ত প্রতিষেধক প্রয়োগের জন্য ছাড়পত্র দিতে চলেছে ভারতের স্বাস্থ্য বিভাগ।

ইতোমধ্যেই রাশিয়ার স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

এছাড়া চলতি বছরেই জনসন অ্যান্ড জনসন, জাইডাস ক্যাডিলা, সিরাম ন্যাভোভ্যাক্স এবং ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিন-সহ মোট পাঁচটি প্রতিষেধকও ছাড়পত্র পেতে চলেছে। এর বাইরে যে সমস্ত বিদেশি প্রতিষেধক অন্যান্য দেশে প্রয়োগ করা হচ্ছে, সেগুলিকেও ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা সংক্রমণ রোধের সবচেয়ে বড় হাতিয়ার প্রতিষেধক। আর তাই প্রতিষেধকের ঘাটতি মেটাতে বিদেশি প্রতিষেধককে অনুমোদন দিতে যাচ্ছে কেন্দ্র।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।