ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিনিয়োগ কমেছে তাইওয়ানের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
চীনে বিনিয়োগ কমেছে তাইওয়ানের 

তাইওয়ানের বিনিয়োগের অন্যতম গন্তব্য ছিল চীন। কিন্তু গত দশ বছরে দেশটিতে তাইওয়ানের বিনিয়োগ একেবারেই কমে গেছে।

২০১০ সালের ৮৪ শতাংশ বিনিয়োগ এখন নেমে এসেছে ৩৩ শতাংশে। বিষয়টি বৃহস্পতিবার জানিয়েছেন প্রিমিয়ার সু সেং-চ্যাং।  

তাইওয়ানের গণমাধ্যম সিএনএ জানিয়েছে, নিয়মিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে জাতীয় উন্নয়ন পরিষদের (এনডিসি) একটি প্রতিবেদন শোনার পর সু সেং-চ্যাং এ কথা বলেন।  

তার মতে, সাম্প্রতিক বছরগুলোর সমন্বয়ের ফলে তাইওয়ানের বিদেশি বিনিয়োগ আর শুধু চীনের দিকেই যাচ্ছে না, বরং আরও ছড়িয়ে পড়ছে। এটা একজনের সমস্ত ডিম একই ঝুড়িতে না রাখার মৌলিক অর্থনৈতিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ।  

তিনি আরও বলেন, অতীতে তাইওয়ানের অনেক ব্যবসা চীনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

সু বলেন, এই লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান নীতি ছিল সেই সংস্থাগুলিকে দেশে ফিরিয়ে আনা, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল পুনর্গঠনের সময় আরও বেশি কর্মসংস্থান এবং অতিরিক্ত মূল্য তৈরি করা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।