ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের মন্ত্রিসভায় রদবদলের সমালোচনায় পিএমএল-এন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, এপ্রিল ২০, ২০২১
ইমরানের মন্ত্রিসভায় রদবদলের সমালোচনায় পিএমএল-এন

বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নাওয়াজ (পিএমএল-এন) প্রধানমন্ত্রী ইমরান খানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি প্রমাণ করে যে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

জিও নিউজ জানিয়েছে, অন্যান্য বিশিষ্ট পরিবর্তনের মধ্যে প্রধানমন্ত্রী অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়ের দপ্তর বিশিষ্ট ব্যাংকার শওকত তারিয়েনের হাতে তুলে দেন।

নতুন অর্থমন্ত্রী হাম্মাদ আজহারের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী তার স্থলাভিষিক্ত হয়ে ড. আব্দুল হাফিজ শেখকে মন্ত্রণালয়ে নিয়োগ দেন।

পিএমএল-এন সুপ্রিমো নাওয়াজ শরীফের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের বলেন, তিন বছরেরও কম সময়ের মধ্যে এই দপ্তরে চার নম্বর মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।  

জুবায়ের বলেন, প্রধানমন্ত্রী আবারও তার মন্ত্রিসভায় আনলেন। এ ঘটনা প্রমাণ করে যে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ।  

২০১৮ সালে সরকারের দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে ৬ বার মন্ত্রিসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।