ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উরুমকি গণহত্যার ১২ বছর: লন্ডনে চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
উরুমকি গণহত্যার ১২ বছর: লন্ডনে চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভ

উরুমকি গণহত্যার ১২তম বার্ষিকী উপলক্ষে লন্ডনে চীনা দূতাবাসের বাইরে উইগুর ও তিব্বতী সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ করেছেন।

২০০৯ সালের ৫ জুলাই জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে সহিংস দাঙ্গা শুরু হয়।

দুই উইগুর হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করলে চীনা সরকার তাদের ওপর হামলা চালায়।  

কর্মকর্তাদের মতে, দাঙ্গায় মোট ১৯৭ জন মারা যায়, ১,৭২১ জন আহত হয়।  

উইগুর পরিচালিত মসজিদগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।  

বিক্ষোভে অংশ নেওয়ায় ৪০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। তাদের নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই বছরের নভেম্বর মাসেই। ২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে কমপক্ষে ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  

প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে বেসরকারি সংস্থার প্রতিবেদন ইঙ্গিত দেয়, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে তাজা গোলাবারুদ ব্যবহার করেছিল।

দাঙ্গার ১২তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বেশ কয়েকটি শহরে বিক্ষোভের আয়োজন করা হয়।

লন্ডনে চীনা দূতাবাসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।  

এছাড়া উইগুর সম্প্রদায়ের সদস্যরা জাপানের টোকিওতে একটি প্রতিবাদ মিছিল করেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।