ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের তিব্বত সীমান্ত পরিদর্শন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
ভারতের তিব্বত সীমান্ত পরিদর্শন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং   শি জিনপিং

প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম ভারতের অরুণাচলপ্রদেশ সংলগ্ন তিব্বত সীমান্ত পরিদর্শন করলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফর ঘিরে চলছে জোর আলোচনা।

 

শুক্রবার চীনের সংবাদমাধ্যমে জানানো হয়, বুধবার তিব্বতে এসেছেন শি জিনপিং। অরুণাচলপ্রদেশের সীমান্তবর্তী নিয়াংচি এয়ারপোর্টে নামার পরে রেললাইন পরিদর্শন করেন জিনপিং। এছাড়া ব্রহ্মপুত্র নদীও পরিদর্শন করেন তিনি। ব্রহ্মপুত্র নদকে তিব্বতি ভাষায় ইয়ারলুং জাংবো নদী বলা হয়।

বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে শি জিনপিং লাসা সফর করছেন। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সফর নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম তিব্বত সফর করলেও এর আগে ২০১১ সালে তিব্বত সফর করেছিলেন তিনি।


বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।