ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের মন্ত্র পড়ারও সময় নেই বরের!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, জুলাই ২৬, ২০২১
বিয়ের মন্ত্র পড়ারও সময় নেই বরের!

করোনাকালে আজকাল ঘরে-বাইরে-প্রায় সব জায়গাতেই চলে অফিস। তাই বলে বিয়ের মণ্ডপে বসেও! শান্তিমতো বিয়েটাও করতে পারলেন না।

 
সম্প্রতি ভারতের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে। বিয়ের নিয়ম কানুন পালন করার জন্য সময় পাচ্ছেন না বর।  

বিয়ের মন্ডপে তখন পুরোহিত মন্ত্র পড়ছেন। কনে ছাদনা তলায় আসার জন্য অপেক্ষা করছেন। সেই সময় কনের ভাই বোনরা পৌঁছে গিয়েছেন কনের কাছে। তাকে নিয়ে বরের কাছে  আসবেন। কিন্তু, এত কিছুর মাঝে ছাদনা তলায় বসে বরের চোখ ল্যাপটপে। কাজে মগ্ন সে। বউয়ের মুখ দেখা বা বিয়ে করার মতো মুহূর্ত উপভোগ করার পরিবর্তে অফিসের কাজ করে যাচ্ছে বর। জানতে পেরে হেসে খুন কনে। অবাক আত্মীয়রা।     
 
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।